ভিজি এফ’র চাল বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবেনা : পরিবেশমন্ত্রী

বড়লেখা প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৭ জুলাই ২০২০, ৩:৫৫ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার প্রত্যেক ঈদের পুর্বে অসহায় মানুষের সাহায্যে ভিজিএফ’র চাল বিতরণ করে থাকে।এ চাল তালিকা অনুযায়ী সঠিক ভাবে মাপে দিতে হবে।ভিজি এফ’র চাল বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবেনা।
পরিবেশ মন্ত্রী সোমবার (২৭জুলাই) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ঈদ-উল-আজহা উপলক্ষে ১১ হাজার ৪০০ জন উপকার ভোগীর মধ্যে ১০ কেজি করে ভিজি এফ’র চাল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকাস্থ সরকারি বাস ভবন থেকে ভিডি ও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ সব কথা বলেন।
অনুষ্ঠানে বড়লেখা উপজেলা নির্বাহীকর্মকর্তা মো.শামীম আল ইমরানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ারউদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্ত বায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহখান, বড়লেখা সদর ইউপির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি