সব
মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর মণিপুরী ললিতকলা একাডেমীর আয়োজনে আলোচনা সভা কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারী) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার মাধবপুর শিববাজারে মণিপুরি ললিতকলা একাডেমীর আয়োজনে শিক্ষক শ্যামাকান্ত সিংহ’র সভাপতিত্বে ও মণিপুরী ললিতকলা একাডেমীর নাট্য প্রশিক্ষক শুভাশীস সিনহার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক ড.রনজিৎ সিংহ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি আনন্দ মোহন সিংহ, সিলেট আধিবাসী ফোরামের চেয়ারপার্সন পিডিশন প্রধান সুচিয়াং, সাবেক অধ্যক্ষ মো. নূরুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম প্রমুখ।
আলোচনা সভায় মণিপুরী নেতৃবৃন্দরা সকল ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর সংস্কৃতি ও ভাষা সংরক্ষণের দাবি জানান। পরে একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহনে নাটক ও অমর একুশের দলীয় কালজয়ী গান ও বাংলা ও মণিপুরি ভাষায় সালাম সালম গানটি পরিবেশন করা হয়। আলোচনার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মনিপুরী ললিতকলা একাডেমীর গবেষণা কর্মকর্তা প্রভাষ সিংহ। পরে অতিথিরা কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগীতা ও নান্দনিক হাতের লেখায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি