সব
অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে দক্ষিণ সুরমার ভার্থখলা থেকে ৩ নারী ও ৬ পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০ টায় এসআই (নি.) মো. রোকনুজ্জামান চৌধুরী পিপিএম এর নেতৃত্বে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ৬ পুরুষ হলো- সুনামগঞ্জ সদর উপজেলাধীন নবীনগর গ্রামের সুরেশের ছেলে শ্রী শ্যামল (৪০), বিশ্বম্ভরপুর উপজেলাধীন বাঘবের গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে কামাল হোসেন (৩০), দক্ষিণ সুনামগঞ্জের পাগলা গ্রামের আসাদ মিয়ার ছেলে হাসান (২২), দোয়ারাবাজার উপজেলাধীন ইদনপুর গ্রামের মৃত গেদা মিয়ার ছেলে জয়নাল মিয়া (৩০), সিলেটের জৈন্তাপুর উপজেলাধীন গুচ্চগ্রামের আব্দুল সবুরের ছেলে ফখরুল ইসলাম (২৪) ও জুড়ী উপজেলার বদিটিল্লা গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে ফারুক আহমদ (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান তিনি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি