ভাটরাই স্কুল এন্ড কলেজে দূর্ণীতি দমন কমিশনের শিক্ষা সামগ্রী বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ৮:৫১ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

দূর্ণীতি দমন কমিশন সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ভাটরাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় কলেজের হল রুমে শিক্ষক জসিম উদ্দিনের পরিচালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দূর্ণীতি দমন কমিশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম ঠান্ডা স্যার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাটরাই স্কুল এন্ড কলেজের সভাপতি মোহাম্মদ আলী দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গভর্ণিং বডির সদস্য আলী আকবর, সাদ উল্লা, বিজন সরকার ও সাংবাদিক আলী হোসেন। পরে শিক্ষার্থীদের মাঝে দূর্ণীতি দমন কমিশনের পক্ষ থেকে স্কুল ব্যাগ, পানির পট, কলমদানি ও টিফিন বক্স বিতরণ করেন।
আরোও উপস্থিত ছিলেন,শিক্ষক – সবিতা রানি, মনিরুল ইসলাম, তারেক মিয়া, সাইদুল ইসলাম, দুলাল দাস প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি