সব
মৌলভীবাজারের বড়লেখায় ১৫ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্যস্হ বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে এগুলো দেওয়া হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সভাপতি সুহেল রহমান।
এতে ফাউন্ডেশনের মূখপাত্র রেজাউল ইসলাম মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী, বড়লেখা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু, বড়লেখা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা, বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র উপদেষ্টা ৪ নম্বর উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, ডাঃ নজরুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর কবির আহমদ, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, সাংবাদিক লিটন শরীফ, মিফতা আহমেদ রিটন, মোঃ মাইনুল ইসলাম প্রমুখ।
ফাউন্ডেশন ইউকে দুস্থ ও আর্ত-মানবতার কল্যাণে এগিয়ে আসার জন্য ভূয়সী প্রশংসা করে
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ বড়লেখা বলেন, অসহায় ও দরিদ্র
জনগোষ্ঠীর কথা বিবেচনা করে বড়লেখায় স্থায়ীভাবে ক্যান্সার হাসপাতাল, ডায়বেটিস হাসপাতাল ও স্কুল-কলেজ প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করলে বড়লেখা ফাউন্ডেশন ইউকে’কে বড়লেখা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা প্রদান করা হবে।
বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্ঠাকালীন সভাপতি সুহেল রহমান বলেন, যুক্তরাজ্য এবং বাংলাদেশ সরকারের দাতব্য নীতিমালা অনুসরণের মাধ্যমে আমাদের সংগঠন বড়লেখা উপজেলার আর্ত-মানবতার কল্যাণে আমরা দুটি প্রকল্প হাতে নিয়েছে। সকলের সাথে আলোচনার মাধ্যমে ২০২১ সালে এগুলো বাস্তবায়নের কাজ শুরু করার প্রক্রিয়া চলছে।
অপরদিকে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ও জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসাধারনের মাঝে বিতরণের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে সকালে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হাতে ১০০০ মাস্ক ও হাত ধোয়ার সাবান তুলে দেওয়া হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মো. শামীম আল ইমরানের হাতে এগুলো তুলে দেন বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সুহেল রহমান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু।
অন্যদের মাঝে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, কাউন্সিলর কবির আহমদ প্রমুখ উপস্হিত ছিলেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি