সব
মৌলভীবাজারের করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের পুলিশ, চিকিৎসক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্নস্তরের সম্মুখযোদ্ধাদের মধ্যে পিপিই, মাস্ক, গ্লাভস, স্যাভলনসহ বিভিন্ন হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বড়লেখা পৌরসভার উদ্যোগে মঙ্গলবার দুপুরে পৌরসভা হলরুমে এগুলো বিতরণ করা হয়। প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহেদের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলার রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় পৌরসভা হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস আক্তার, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মালিক ঝুনু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, পৌর প্রকৌশলী কামরুল হাসান, সাংবাদিক আব্দুর রব, পৌর কাউন্সিলার মিজানুর রহমান প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি