সব
মৌলভীবাজারের বড়লেখায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোয়েব আহমদ (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৩ জুন) বিকেলে উপজেলার দক্ষিণভাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সোয়েব জুড়ী উপজেলার পূর্ব-বটুলী গ্রামের শফিকুর রহমানের ছেলে। তিনি কুলাউড়া পৌর এলাকায় শ্বশুর খোকন আহমদের বাসায় থেকে মাদকের কারবার করেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদারের নির্দেশনায় থানার এসএসআই আতাউর রহমান ও এসএসআই পিযুষ কান্তি দাস রোববার বিকেলে উপজেলার দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়র সংলগ্ন এলাকায় অভিযান চালান। এসময় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোয়েব আহমদকে আটক করেন।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ৫০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি