বড়লেখায় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

বড়লেখা প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৫ মে ২০২১, ১০:৩৭ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।

মঙ্গলবার (২৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় নবাগত ইউএনও দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশপাশি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।

মতবিনিময় সভায় বড়লেখা প্রেসক্লাব সভাপতি সংবাদের প্রতিনিধি অসিত রঞ্জন দাস, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমকালের প্রতিনিধি আইনজীবী গোপাল দত্ত, যুগান্তরের প্রতিনিধি আব্দুর রব, কালের কণ্ঠের প্রতিনিধি লিটন শরীফ, আমাদের সময়ের প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, ভোরের কাগজের প্রতিনিধি মিজানুর রহমান, সংগ্রামের প্রতিনিধি কাজী রমিজ উদ্দিন, ডেইলি সানের প্রতিনিধি জালাল আহমদ, ইত্তেফাকের প্রতিনিধি তপন কুমার দাস, একাত্তর টিভি প্রতিনিধি এ.জে লাভলু, যায়যায়দিনের প্রতিনিধি সুলতান আহমদ খলিল, সকালের সময়ের প্রতিনিধি ময়নুল ইসলাম, খোলা কাগজের প্রতিনিধি রিপন দাস ও সোনালী খবরের প্রতিনিধি মস্তুফা উদ্দিন ও ফ্রিল্যান্সার তাওহিদ সারওয়ার মান্না প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নবাগত ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী গত ২০ মে বিদায়ী ইউএনও মো. শামীম আল ইমরানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করেন।

বিদায়ী ইউএনও মো. শামীম আল ইমরান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (প্রধানমন্ত্রীর কার্যালয়ে) উপপরিচালক পদে পদায়ন হয়েছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি