সব
মৌলভীবাজারের বড়লেখায় অভিযান চালিয়ে ১৫৬২ পিস ইয়াবাসহ মো. রিয়াজ উদ্দিন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে বড়লেখা সদর ইউনিয়নের ডিমাই স্কুলটিলা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে র্যাব। সে ওই এলাকার মৃত মো. রমজান আলীর ছেলে।
রবিবার (৩১ জানুয়ারি) বিকেলে র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখার সদর ইউনিয়নের ডিমাই স্কুলটিলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় মো. রিয়াজ উদ্দিনকে ১৫৬২ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তার কাছে থাকা ইয়াবা বিক্রির ২০ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়। এই ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে বড়লেখা থানায় তার বিরুদ্ধে একটি মামলা করেছে।
র্যাব-৯ এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর মো. শওকাতুল মোনায়েম, সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামানসহ সদর কোম্পানীর একটি দল অভিযানে অংশ নেয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি