সব
বড়লেখায় নিম্নমানের পুরনো ইট ও রড ব্যবহারের অভিযোগে জেলা পরিষদের অর্থায়নে নির্মিতব্য একটি যাত্রী ছাউনির নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন ইউএনও মো. শামীম আল ইমরান। সোমবার সকালে উপজেলার দক্ষিণভাগ বাজারস্থ সড়ক ও জনপথ বিভাগের ভুমিতে যাত্রী ছাউনির কাজ করছিলেন সংশ্লিষ্ট ঠিকাদার।
এলাকাবাসীর অভিযোগ সুত্রে জানা গেছে, জেলা পরিষদ দক্ষিণভাগ বাজারে পুরনো যাত্রী ছাউনি ভেঙ্গে নতুন যাত্রী ছাউনি নির্মাণের জন্য ২ লাখ টাকা বরাদ্দ প্রদান করে। যাত্রী ছাউনি সংলগ্ন পশ্চিম দিকের কয়েকটি গ্রামের জনসাধারনের চলাচলের পাকা রাস্তা রয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার সেলিম উদ্দিনের প্রতিনিধি রাস্তার পর্যাপ্ত জায়গা না রেখে ও প্রায় ১৮ বছরের পুরনো যাত্রী ছাউনি ভেঙ্গে নিম্নমানের ইট ও জমধরা রড ব্যবহার করে নির্মাণ কাজ শুরু করেন। স্থানীয়দের বাধা-নিষেধ অগ্রাহ্য করে নির্মাণ কাজে অনিয়ম চালিয়ে যাওয়ায় রোববার ভুক্তভোগীরা ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দেন। সোমবার সকালে ইউএনও সরেজমিনে পরিদর্শন করে নিম্নমানের সামগ্রী ব্যবহারের সত্যতা পেয়ে ঠিকাদারের প্রতিনিধিকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এসময় ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, জেলা পরিষদ সদস্য আজিম উদ্দিন, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, অভিযোগকারী আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও মো. শামীম আল ইমরান জানান, অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও অবস্থানগত সমস্যার কারণে তিনি কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন। যাত্রী ছাউনির নির্মাণ কাজের সমস্ত মালামাল জেলা পরিষদের সংশ্লিষ্ট প্রকৌশলীর অনুমোদন ব্যতিত ও অবস্থান সঠিক না হওয়া পর্যন্ত নির্মাণ বন্ধ রাখতে বলেছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি