সব
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাস্ক পরা নিশ্চিত করতে নতুন এক উদ্যোগ নিয়েছে পুলিশ।মাস্ক ছাড়া বাইরে ঘোরাফেরা করায় ১৫০ জনকে আটক করে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি ও মাস্ক পরা নিশ্চিত করতে শুরু থেকেই নানা পদক্ষেপ নিয়েছে বড়লেখা থানা পুলিশ।এরপর ও মানুষ জন স্বাস্ব্য বিধি মান ছেননা।মাস্ক ছাড়া বাইরে অবাধে ঘোরাফেরা করছেন তারা।
মঙ্গলবার দুপুরে পৌর শহরে মাস্ক পরা নিশ্চিত করতে অভিযানে নামে পুলিশ।এ সময় মাস্ক ছাড়া ঘোরা ফেরা করায় ১৫০ জন ব্যাক্তিকে আটক করে থানা প্রাঙ্গণে এনে স্বাস্ব্য বিধি মেনে দাঁড় করানো হয়।পরে ভবিষ্যতে মাস্ক ছাড়া যাতে বাইরে বের না হন সেজন্য বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক তাদের ‘আমি নিজে বাঁচবো, পরিবারকে বাঁচবো, সমাজকে বাঁচাবো, সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলবো’ শপথ বাক্য পাঠকরান।পরে তাদের মাস্ক পরিয়ে ছেড়ে দেওয়া হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, করোনা ভাইরাস রোধে জন সমা গম এড়িয়ে চলতে নিয়মিত মাইকিং ও সাধারণ মানুষকে সচেতন করতে বড়লেখা থানা পুলিশ কাজ করছে।আমরা প্রতিদিনই মানুষকে মাস্ক পরার জন্য বোঝাচ্ছি। এর পর ও মানুষ জন মাস্ক ছাড়াই ঘোরা ফেরা করছেন । অনেকে সাথে মাস্ক রাখলে ও তারাতা ব্যবহার করেন না। তাই কয়েক জনকে আটক করা হয়।পরে তারা ভবিষ্যতে মাস্ক ছাড়া যাতে বাইরে বের না হন সে জন্য শপথ বাক্য পাঠ করিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি