সব
বড়লেখায় জেলা গোয়েন্দা পুলিশের মাদক উদ্ধার অভিযানে মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। বৃহস্পতিবার রাত ৭টার দিকে পৌরশহরের আলভিন রেষ্ট্যুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
তবে ডিবি পুলিশ ১৯৩ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এরা হচ্ছে- পৌরসভার মহুবন্দ গ্রামের রিয়াজ উদ্দিন ও তার ছেলে সুমন আহমদ এবং শিক্ষার মহল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আলিম উদ্দিন। গ্রেফতার আসামিদের থানায় নিয়ে যাওয়ার সময় সহযোগিরা তাদেরকে ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা চালিয়েছে। এব্যাপারে ডিবি পুলিশ থানায় পৃথক দুইটি মামলা করেছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশ বড়লেখা পৌরশহরের আলভিন রেষ্ট্যুরেন্টের সামনে মাদক উদ্ধার অভিযান চালায়। এসময় মাদক কারবারিদের তল্লাশিকালে সহেযাগিরা জড়ো হয়ে আভিযানিক দলের ওপর হামলা চালায়। পরে ডিবি পুলিশ ১৯৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মহুবন্দ গ্রামের মাদক ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, তার ছেলে সুমন আহমদ এবং শিক্ষারমহল গ্রামের আলিম উদ্দিনকে গ্রেফতার করেছে। এদিকে গ্রেফতার আসামিদের থানায় নিয়ে যাওয়ার পথে সহযোগিরা তাদের ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা চালিয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ বদিউজ্জামান বড়লেখায় ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়িকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, মাদক উদ্ধার ও পুলিশের কর্তব্য কাজে বাধাসৃষ্টির অভিযোগে ডিবি পুলিশ বড়লেখা থানায় আসামিদের হস্তান্তরের পর পৃথক দুইটি মামলা করেছে।
বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গোয়েন্দা পুলিশ ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়িকে থাকায় হস্তান্তর করে পৃথক দুইটি মামলা দিয়েছে। শুক্রবার দুপুরে থানা পুলিশ আসামিদের আদালতে সোপর্দ করেছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি