বড়লেখায় বোরো বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস

বড়লেখা প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৭ মে ২০২১, ১১:২৫ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

বড়লেখার দক্ষিণভাগ গ্রামে বৃহস্পতিবার বিকেলে আধুনিক প্রযুক্তিতে বোরো বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ এ মাঠ দিবসের আয়োজন করে।

এ দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ও সুজানগর ইউনিয়নের ৫০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। মাঠ প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ কাজী লুৎফুল বারী।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকারের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন বৃক্ষপ্রেমিক মো. এজলু মিয়া, দক্ষিণভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস শিমুল, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, ইউপি মেম্বার আমিনুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ দত্ত, শেফারুন বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম আজির আহমদ প্রমুখ

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি