সব
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ উত্তর ইউনিয়নে বিট পুলিশিং সভা হয়েছে। রোববার দুপুরে দক্ষিণ ভাগ উত্তর ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা হয়।
এতে ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক।
গ্রাম আদালতের সহকারি আমজাদ হোসেন পাপলু’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন থানার এসআই প্রভা কর রায়, মো. শরীফ উদ্দিন, ইউপি সদস্য (প্যানেল) হিফজুর রহমান, ফয়জুল হক, বদরুল ইসলাম, আলতাফ হোসেন, হিফজুর রহমান, রিয়াজ উদ্দিন, ইসলাম উদ্দিন, আলিম উদ্দিন, রাসনা বেগম, আম্বিয়া, নেওয়ারুন বেগম, জাগরণ সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি শাহরিয়ার জামান খালেদ, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত ফাহিম প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি