বড়লেখায় দুর্বৃত্তরা কেটে ফেললো খাসিয়াদের সহস্রাধিক পান গাছ

বড়লেখা প্রতিনিধি ;
  • প্রকাশিত: ১ জুন ২০২১, ১:৫৫ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

বড়লেখা উপজেলার ছোটলেখা চা বাগানের আগার পুঞ্জির আদিবাসী খাসিয়াদের সহস্রাধিক উৎপাদনশীল পান গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে। এ পানের আয়েই জীবিকা নির্বাহ করে ৪৮ খাসিয়া পরিবার। রোববার রাতের আঁধারে দুর্বৃত্তের এমন নির্মমতায় তাদের পথে বসার উপক্রম। এ ঘটনায় আগার পুঞ্জি প্রধান (মন্ত্রী) সুখমন আমসে সোমবার দুপুরে থানায় জিডি করেছেন।

জানা গেছে, আগার পুঞ্জির ৪৮ আদিবাসী খাসিয়া পরিবার দীর্ঘদিন ধরে ছোটলেখা চা বাগানের লিজ নেওয়া টিলা ভুমিতে পান চাষ করে জীবিকা নির্বাহ করছে। পান বিক্রির টাকায় চলে তাদের খাবার-দাবার, সন্তানের লেখাপড়া, চিকিৎসা, বিয়ে, ধর্মীয় আচার-অনুষ্টানসহ সকল সামাজিক কর্মকান্ড। রোববার রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের পান জুমের সহস্রাধিক উৎপাদনশীল পান গাছ কেটে মাটিতে বিছিয়ে দিয়েছে। এতে তাদেও প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আগার পুঞ্জির মন্ত্রী (পুঞ্জি প্রধান) সুখমন আমসে জানান, প্রতিদিন পান বিক্রি করে ৪৮ খাসিয়া পরিবারের জীবিকা চলে। সোমবার সকালে জুমে কাজ করতে গিয়ে দেখেন কে বা কাহারা সহস্রাধিক পান গাছের গুড়া কেটে ফেলেছে। প্রতিটি গাছ থেকে পান সংগ্রহ করা হতো। তার ধারণা জুম দখল করার জন্যই দুর্বৃত্তরা নির্মমভাবে তাদের পান গাছগুলো কেটেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। পান গাছ কেটে ফেলায় তাদের পথে বসার উপক্রম হয়েছে। এ ঘটনায় সোমবার দুপুরে তিনি থানায় জিডি করেছেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, আগার পুঞ্জির মন্ত্রীর পান গাছ কেটে ফেলার অভিযোগটির তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি