বড়লেখায় দুই শতাধিক পরিবারে টাকা বিতরণ

বড়লেখা প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৫ জুলাই ২০২০, ১:৫৪ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মৌলভীবাজারের বড়লেখার বিছরাবাজার-রাঙাউটি প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে এলাকার দুই শতাধিক দরিদ্র পরিবারকে ঈদের উপহার হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়েছে । প্রত্যেক পরিবারকে ১হাজার টাকা করে দেওয়া হয়েছে।

এ উপলক্ষে শনিবার দুপুরে বিছরাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় সমাজ সেবক হাজী আত্তর আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ।

সাংবাদিক ইকবাল হোসেন স্বপনের সঞ্চালনয় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আবুল ইমামমো, কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, জেলা পরিষদের সদস্যা জুবেদা ইকবাল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক, সাংবাদিক আব্দুর রব, প্রবাসী ঐক্য পরিষদের সদস্য সিরাজউদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি