সব
বড়লেখার সুজানগরের বৈদেশিক মুদ্রা অর্জনকারী তরল সোনা খ্যাত পণ্য ‘আগর শিল্পের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের বেইজ লাইন সার্ভে পরিচালনা সংক্রান্ত কর্মশালা শনিবার সুজানগর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর আয়োজন করে। ব্যবসায়ীরা আগর-আতরের উৎপাদন বৃদ্ধি ও বাজার সম্প্রসারণের সকল প্রতিবন্ধকতা দূর করার আহŸান জানান। উক্ত কর্মশালায় স্থানীয় আগর-আতর ব্যবসায়ী, কারখানা মালিক, শ্রমিক, নার্সারী মালিক, জনপ্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
মৌলভীবাজার বিসিকের উপ-মহাব্যবস্থাপক মো. জোহুরুল হকের সভাপতিত্বে ও উপ-ব্যবস্থাপক হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের পরিচালক (যুগ্ম সচিব) ড. গোলাম মো. ফারুক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশিদ, বিসিকের সাবেক মহা-ব্যবস্থাপক খোন্দকার আমিনুজ্জামান, বিসিকের ডিজিএম (পরিকল্পনা) প্রকৌশলী মুহাম্মদ রাশেদুর রহমান, বড়লেখা প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, ইউপি চেয়ারম্যান নছিব আলী, আগর-আতর ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফ মুহিত সয়েফ, সাংবাদিক আব্দুর রব, সুলতান আহমদ খলিল, ব্যবসায়ী সাহেদুল মজিদ নিকু, আব্দুল বাছিত প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি