বড়লেখায় তরল সোনা খ্যাত আগর শিল্পের উন্নয়ন শীর্ষক কর্মশালা

বড়লেখা প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২১, ৯:৫৯ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

বড়লেখার সুজানগরের বৈদেশিক মুদ্রা অর্জনকারী তরল সোনা খ্যাত পণ্য ‘আগর শিল্পের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের বেইজ লাইন সার্ভে পরিচালনা সংক্রান্ত কর্মশালা শনিবার সুজানগর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর আয়োজন করে। ব্যবসায়ীরা আগর-আতরের উৎপাদন বৃদ্ধি ও বাজার সম্প্রসারণের সকল প্রতিবন্ধকতা দূর করার আহŸান জানান। উক্ত কর্মশালায় স্থানীয় আগর-আতর ব্যবসায়ী, কারখানা মালিক, শ্রমিক, নার্সারী মালিক, জনপ্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

মৌলভীবাজার বিসিকের উপ-মহাব্যবস্থাপক মো. জোহুরুল হকের সভাপতিত্বে ও উপ-ব্যবস্থাপক হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের পরিচালক (যুগ্ম সচিব) ড. গোলাম মো. ফারুক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশিদ, বিসিকের সাবেক মহা-ব্যবস্থাপক খোন্দকার আমিনুজ্জামান, বিসিকের ডিজিএম (পরিকল্পনা) প্রকৌশলী মুহাম্মদ রাশেদুর রহমান, বড়লেখা প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, ইউপি চেয়ারম্যান নছিব আলী, আগর-আতর ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফ মুহিত সয়েফ, সাংবাদিক আব্দুর রব, সুলতান আহমদ খলিল, ব্যবসায়ী সাহেদুল মজিদ নিকু, আব্দুল বাছিত প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি