সব
মৌলভীবাজারের বড়লেখায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৭জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকর পুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওই শিশুর নাম রাব্বি আহমদ (৯)।সে দাসের বাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রামের কবির আহমদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাব্বি গতকাল রোববার (২৬জুলাই) দুপুর থেকে নিখোঁজ ছিল।স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে রাতে বিষয়টি থানা পুলিশ কে জানান।সোমবার সকালে স্বজনরা বাড়ির পাশের একটি ডোবায় তাঁর লাশ ভাসতে দেখেন।পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।ধরাণ করা হচ্ছে, বাড়ির পাশের ডোবায় ভেলায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে রাব্বির মৃত্যু হয়েছে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক সোমবার বিকেলে বলেন, শিশুটি পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।লাশ উদ্ধার করা হয়েছে।থানায় অপমৃত্যু মামলা হয়েছে।শিশুটির পরিবারের কোনো অভিযোগ নেই।তারা লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করতে চাইছে ।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে জানানো হয়েছে।এখন অনুমতি পেলে ময়না তদন্ত ছাড়া ই দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি