বড়লেখায় গৃহহীনদের ঘর তৈরির সূচনা

বড়লেখা প্রতিনিধি;
  • প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ১০:৩৮ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মৌলভীবাজারের বড়লেখায় গৃহহীন ছয় পরিবারের ঘর তৈরির কাজের সূচনা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমেদ ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান আনুষ্ঠানিকভাবে ঘর নির্মাণ কাজের সূচনা করেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, ইউপি সদস্য সেলিম আহমদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

মুজিববর্ষ উপলক্ষে ‘ক’ শ্রেণীর গৃহহীন (যাদের জমিও নাই, ঘরও নাই) পুনর্বাসনের লক্ষ্যে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বোয়ালি মৌজার ১২৫ নং দাগের সরকারি খাস জমিতে ঘরগুলো নির্মাণ করে দেওয়া হচ্ছে। দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হবে ১ লাখ ৭১ হাজার টাকা।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি