সব
মৌলভীবাজারের বড়লেখায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অববাংলাদেশ (কোয়াব) বড়লেখা উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে বড়লেখা পৌরসভা হলরুমে এ সভা হয়।এতে কোয়াবের বড়লেখা উপজেলা শাখার সভাপতি ছালেহ আহমেদ জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাদশার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌর মেয়র আবুল ইমামমো. কামরান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা কোয়াবের সভাপতি বিমান ঘোষ বিলকু, সাধারণ সম্পাদক হাসান আহমেদ জাবেদ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব ইয়াজদা নিইমরান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ রাসেল আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সরওয়ার মজুমদার ইমন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চুন্নু, সিপি এমএর সভাপতি শাহরিয়ার মোস্তফা তানিম, সাধারণ সম্পাদক ইমামুল হক রিপন, জাতীয় দলের ক্রিকেটার ইবাদত হোসেন চৌধুরী। এসময় কোয়াব বড়লেখা শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি