সব
মৌলভীবাজার জেলার বড়লেখা থেকে ৩০১ পিস ইয়াবাসহ খালেদ মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৭ আগস্ট) বিকাল পাঁচটার দিকে সিনিয়র এএসপি মো. আব্দুল খালেকের নেতৃত্বে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়লেখা উপজেলার পূর্ব শাহবাজপুর বাজার থেকে তাকে আটক করে। সে স্থানীয় ইসলামপুর গ্রামের জমির আলীর ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ আটক আসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক মামলা দায়েরপূর্বক তাকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি