বড়লেখায় আরও ৬ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, বড়লেখা ;
  • প্রকাশিত: ১৭ জুলাই ২০২০, ৮:১৯ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মৌলভীবাজারের বড়লেখায় নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বড়লেখা উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করছে।

আক্রান্তদের মধ্যে পৌরসভার হাটবন্দের ২ জন, উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল গ্রামের ১ জন এবং পূর্ব দৌলতপুর গ্রামের ১ জন, বড়লেখা সদর ইউনিয়নের শিক্ষারমহলের ১ জন, দাসেরবাজারের সুড়িকান্দি গ্রামের ১ জন রয়েছেন।

এ নিয়ে বড়লেখায় মোট ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪০ জন সুস্থ্ হয়েছেন। ১ জনের মৃত্যু হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রত্নদীপ বিশ্বাস বলেন, আক্রান্তদের মধ্যে দুইজনের নমুন সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। পরে তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলে তাদের করোন পজিটিভ আসে। অন্যরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা জমা দেন। আক্রান্তরা আইসোলেশনে রয়েছেন। তাদের বাসা-বাড়ি লকডাউনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি