ব্রিজ ভেঙে ট্রাক খালে, নিহত ৩

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১, ১২:২৯ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

পাথরবোঝাই একটি ট্রাক খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) ভোরে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুবছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।

সূত্র জানায়, ভোরে বিকট শব্দ শুনে বাজারের লোকজন দৌঁড়ে ঘটনাস্থলে যান। সেখানে একটি পাথরবোঝাই ট্রাক খালে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সেনা সদস্য, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে উদ্ধার তৎপরতা শুরু করে। এসময় তিনটি মরদেহ উদ্ধার করেন তারা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উদ্ধার কার্যক্রম চলছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি