সব
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৌলাই নদী খনন ও রতনশ্রী গ্রামের রাস্তায় মাটি ভরাটের কাজ পরিদর্শন করেন তাহিরপুর ইউএনও।
বুধবার দুপুরে উপজেলা সদরের অবহেলিত গ্রামে দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে বৌলাই নদী খননের মাটি দিয়ে সড়কের কাজ দ্রুত তৈরি জন্য তাগিত দেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
এসময় তিনি বৌলাই নদী খনন ও রতনশ্রী গ্রামের রাস্তায় মাটি ভরাটের কাজ পরিদর্শন করে স্থানীয় এলাকাবাসী সাথে বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেন।
এসময় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা, উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ,ব্যবসায়ী সফি আলম,রুপম আখঞ্জিসহ আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ ও রতনশ্রী গ্রামের বয়োজ্যেষ্ঠ গন উপস্থিত ছিলেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি