সব
জকিগঞ্জে বৃহত্তর ইছামতি কালিগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নতুন কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। ২৩ আগস্ট (রোববার) বিকেল ৩টায় ইছামতি উচ্চ বিদ্যালয় কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান। ইছামতি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আজিম উদ্দিনের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থার সাহিত্য বিষয় সম্পাদক কামাল আহমদের পরিচালনায়, শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন প্রকাশনা সম্পাদক আব্দুল ওয়াহাব বিলাল। অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন বৃহত্তর ইছামতি কালিগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থার উপদেষ্টা মাওলানা জিল্লুর রহমান, মানিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরূল আমিন চৌধুরী লিলন, বিএনপি নেতা ইসমাইল হোসেন সেলিম, জকিগঞ্জ নিউজ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আব্দুস সালাম, এম জাকারিয়া প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ তালুকদার, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন জকিগঞ্জের আহবায়ক তানভির আল হাসান, জেড এস সির সাবেক সভাপতি সাকিব আল হাসান, সুলতান আহমদ, মোস্তফা হাছান পাবেল, সাজন আহমদ, মাহবুবুর রহমান মারুফ, সুজন আহমদসহ আরো অনেকেই। অনুষ্ঠানে বক্তারা নতুন কমিটির দায়িত্বশীলদের অভিনন্দন জানান এবং সংস্থার পক্ষ থেকে সমাজের উন্নয়নমুখী নানা ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি