সব
বৃহত্তর আটগ্রাম প্রবাসী সমাজকল্যাণ পরিষদের প্রকল্প পরিচালনা ও বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ৩য় বর্ষপূর্তি উপলক্ষে মসজিদে ফ্যান বিতরণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল শনিবার (৬ ফেব্রুয়ারী) বিকেল ৩ ঘটিকা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য, মীলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।
প্রকল্প বাস্তবায়ন পরিষদের সভাপতি আব্দুল মালিক আনিসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাষ্টার বদরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ , বৃহত্তর আটগ্রাম প্রবাসী সমাজকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মকবুল হোসেন, জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের সভাপতি মাওলানা কামরুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের প্রচার সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আটগ্রাম বাসষ্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, স্মাইলেজ চ্যারিটি ইউকের কান্ট্রি ডিরেক্টর সিরাজুল ইসলাম সেলিম, প্রকল্প পরিচালনাও বাস্তবায়ন কমিটির সদস্য ফয়ছল আহমদ চৌধুরী , মঈন উদ্দিন, নুরুল ইসলাম নুরু।
উপস্থিত ছিলেন, আমিন উদ্দিন খাদিম, মাওলানা আব্দুল বাছিত, পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, প্রকল্প পরিচালনা ও বাস্তবায়ন কমিটির সদস্য এনাম উদ্দিন, জকিগঞ্জ ভিউ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক আহমদ আল মনজুর, কমর উদ্দিন প্রমুখ।
নজরুল ইসলাম এর কোরআন তেলাওয়াত এবং আহমদ আল মায়রুফের ইসলামি সংগীতের মাধ্যমে শুরু হওয়া বর্ষপূর্তি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালনা ও বাস্তবায়ন কমিটির সদস্য মোহাম্মদ মাহতাব উদ্দিন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথির মাধ্যমে ৩নং কাজলসার ইউনিয়ন এর ১.২ও ৩নং ওয়ার্ডের সকল মসজিদ কমিটি সভাপতি এবং প্রতিনিধির হাতে ফ্যান তুলে দেয়া হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি