সব
আগামী বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকা থেকে কুয়ালালামপুর যাবে। মালয়েশিয়া ও বাংলাদেশি নাগরিকদের জন্য এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে বলে বিমানের ওয়েবসাইটে জানানো হয়েছে।
বুধবার সকালে যাত্রী নিয়ে বিমানের বিজি ৪১৮২ বিশেষ ফ্লাইটটি কুয়ালালামপুরের উদ্দেশে রওনা দেবে। সেখানে পৌঁছে যাত্রী নিয়ে পুনরায় ফ্লাইটি ঢাকায় ফিরবে।
বিমানের ওয়েবসাইটে বলা হয়েছে, ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত পিসিআর ল্যাব থেকে কোভিড-১৯ পরীক্ষা করিয়ে যাত্রীদের ভ্রমণ করতে হবে। যাদের কোভিড-১৯ নেগেটিভ আসবে তারাই শুধু ভ্রমণ করতে পারবেন। বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে পাওয়া যাবে।
উল্লেখ্য, করোনার মহামারীর কারণে গেলো ২৪ মার্চ থেকে মালয়েশিয়ার সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি