বীরশ্রী ইউনিয়ন তালামীযের আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল

জকিগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০, ৩:০০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখাধীন ২নং বীরশ্রী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

৩০ আগস্ট(রবিবার) দুপুর ২ ঘটিকায় স্থানীয় মাওঃ আব্দুল কুদ্দুস মহিলা হিফজ ইবতেদায়ী মাদরাসা হল রুমে অনুষ্ঠিত হয়।

বিরশ্রী ইউনিয়ন তালামীযের সভাপতি আবু হানিফ মো. নায়িমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমও তাজুল ইসলামের যৌথ পরিচালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ কুতবুল আলম, প্রধান বক্তার বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আহমদ আল মনজুর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পূর্ব জেলা তালামীযের সহ-সভাপতি ইসলাম উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আবু ছায়িদ মো. আশিক, বীরশ্রী ইউনিয়ন আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা তালামীযের সহ-অফিস সম্পাদক নোমান আহমদ, ইউনিয়ন তালামীযের সাবেক সভাপতি দিদারুল ইসলাম, স্থানীয় মাদরাসার শিক্ষক মাওলানা মাহবুবুর রহমান, হাফিজ রাসেল আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন তালামীযের সহ-সাধারণ সম্পাদক মিফতাহ উদ্দিন, মাহবুবুর রহমান সুজেল, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ, প্রচার সম্পাদক তাজুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মিজানুর রহমান, সহ-অফিস সম্পাদক আবু হানিফ মোঃ রুহিন, সদস্য সাইফুল ইসলাম, জাফরান আহমদ প্রমুখ।

মিজানুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে নাতে রাসূল সাঃ পরিবেশন করেন সাইফুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন শাখা তালামীযের সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ।

পরিশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি