বিয়ানীবাজার থানার ওসির বদলী, ঢাকা রেঞ্জে পদায়ন

প্রতিনিধি, বিয়ানীবাজার;
  • প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০, ৮:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবণী শংকর করের বদলীর আদেশ হয়েছে। যথানিয়মে তার আবেদনের প্রেক্ষিতে এই বদলী বলে জানান ওসি অবণী শংকর কর। তাকে ঢাকা রেঞ্জে পদায়ন করা হয়েছে।

বিয়ানীবাজার থানায় ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর যোগদানের পর থেকে ওসি অবণী শংকর কর। তার সময়ে বিয়ানীবাজারে ক্রস ফায়ারে আন্তঃজেলা ডাকাত সর্দার নিহত হয়েছে। একই সাথে উপজেলার আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ন, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, জাতীয় সংসদ ও উপজেলা পরিষদের নির্বাচন ঝামেলা ছাড়া সম্পন্ন করেন। এছাড়াও গ্রেফতারী পরোয়ানা তামিল ও আরো নানাকারণে তিনি একাধিকবার সিলেট জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে পুরষ্কার লাভ করেন। চলমান করোনা পরিস্থিতির শুরুর দিকে লকডাউন কার্যকর ও সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ঘরে রাখতে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি