সব
সিলেটের বিয়ানীবাজারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উপলক্ষে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (২৩ মার্চ) বিকেল ৩টায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়, বিয়ানীবাজার উপজেলার চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, পৌরসভার মেয়র আব্দুস শুকুর, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক নুর ও বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।
এ প্রতিযোগিতায় প্রতিটি ইউনিয়নের একটি করে দল অংশগ্রহণ করছে। আগামী ২৬ মার্চ বিকেল ৩টায় প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি