সব
সিলেটের বিয়ানীবাজারে করোনাভাইরাসে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত বিলাতুন নেসার (৬০) বাড়ি পৌরসভার কসবা বাঘেরটিলা গ্রামে। মঙ্গলবার বেলা দেড়টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ এশা স্বাস্থ্যবিধি মেনে মরহুমার জানাজা ও দাফন কাজ সম্পন্ন হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদ। তিনি জানান, বিলাতুন নেসার শরীরের ৬ আগস্ট করোনা শনাক্ত হয়। এরপর থেকেই উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধায়নে তিনি হোম আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে, মঙ্গলবার বিকেল ৫টায় এ প্রতিবেদন লিখা পর্যন্ত বিয়ানীবাজারে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। উপজেলায় সর্বমোট করোনায় আক্রান্ত রোগী সংখ্যা ২৯৯ জন এবং সুস্থ হয়েছেন ২০৩ জন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি