বিশ্বের সেরা গবেষকদের তালিকায় শাবিপ্রবির ২২২ জন

শাবি প্রতিনিধি;
  • প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৩, ৯:৩২ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং ২০২৩-এ বিশ্বসেরা গবেষকের তালিকায় স্থান পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২২২ জন শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক।

সম্প্রতি বিশ্বের ২১৬টি দেশের ১৯ হাজার ৫২৬টি বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানের ১২লাখ ৩৩হাজার৫০২ জন বিজ্ঞানীর তালিকা প্রকাশ করেছে এ গবেষণা প্রতিষ্ঠান। সেখানে স্থান পেয়েছেন শাবিপ্রবির এ গবেষকরা।

এডি সায়েন্টিফিক ইনডেক্স–এর ওয়েবসাইট থেকে জানা গেছে, ১২টি ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে। এডি সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২৩ এর তালিকায় বাংলাদেশের ১৬৮টি বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানের ৬ হাজার ৩৩৫ জন গবেষক স্থান পেয়েছেন। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে স্থান পেয়েছেন শাবিপ্রবির বিভিন্ন বিভাগের ২২২ জন শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক।

তালিকায় শাবিপ্রবির গবেষকদের মধ্যে প্রথম ও বাংলাদেশের মধ্যে ৫৩তম স্থানে রয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম। এছাড়া শাবিপ্রবির তালিকায় ২য় থেকে ৫ম স্থানে রয়েছেন যথাক্রমে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. নুরশাদ আলী, সিইপি বিভাগের অধ্যাপক ড. আবু ইউসুফ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাসনাত ও সিইপি বিভাগের অধ্যাপক ড. মো. তামেজ উদ্দিন ।

সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ র‌্যাংকিং প্রকাশ করেছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি