বিশ্বানাথে শুভেচ্ছা স্পোর্টিং ক্লাবের রশিটান প্রতিযোগিতা সম্পন্ন

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২১, ১১:০১ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের বিশ্বনাথে শুভেচ্ছা স্পোর্টিং ক্লাব চৌধুরীগাঁও কর্তৃক আয়োজিত রশিটান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

শুক্রবার বিকেলে চৌধুরীগাঁও গ্রামের মাঠে রশিটান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শুভেচ্ছা স্পোর্টিং ক্লাব চৌধুরীগাঁও , রানার্স আপ শফিকুল একাদশ।

খেলায় বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার সাইফুল ইসলাম মজনুর সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী ও পুরষ্কার দাতা হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হক।

খেলা পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিতি ছিলেন শামীম আহমেদ আনসার আলী,শাকিল আহমেদ সাজু,নুরুল ইসলাম,আবুল হোসেন,সৈয়দুর রহমান,মুহিবুর রহমান,রিমন আহমদ,অপু,আরশ আলী,নুরুল হক,লুৎফুর রহমান,শিপু,লিপু,রাজু আহমদ, আবু তাহের,কাহার,রফিকুল ইসলাম,মিনার আলী,শফিকুল ইসলাম,জুয়েল আহমদ,শানুর,করিম,মহসিন, জসিম,আশিক মিয়া,তারেক,রাজন,ফখরুল,শিমুল,ইমন,ইমরান প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি