সব
সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের (২০২১-২০২৩ অর্থবছরের) নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নতুন বাজারস্থ বিশ^নাথ প্রেসক্লাব কার্যালয়ে সাবেক সহ-সভাপতি আশিক আলীর সভাপতিত্বে এক জরুরী সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরকে (সমকাল, চ্যানেল এস টেলিভিশন ইউকে, শুভ প্রতিদিন, সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকম) সভাপতি ও নবীন সোহেলকে (বাংলাদেশের খবর ও শুভ প্রতিদিন) সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাবের অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এমআর টুনু তালুকদার (আনন্দ টিভি, সময়ের ডাক টুয়েন্টিফোর টিকম), সহ-সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন, একাত্তরের কথা, সিলেট ডায়রি ডটকম ), সহ-সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন (আমার সংবাদ, সিলেট আপডেট ডটকম), কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ (মানবজমিন, শ্যামল সিলেট, বাংলাপেইজ টুয়েন্টিফোর ডটকম), দপ্তর সম্পাদক আব্দুস সালাম (ইনকিলাব, সিলেটবাণী, বিশ্বনাথের ডাক টুয়েন্টিফোর ডটকম), প্রচার সম্পাদক মশাহিদ আলী (শ্যামল সিলেট), নির্বাহী সদস্য মাওলানা শিব্বির আহমদ (মাসিক আল-ফারুক), আশিক আলী (যুগান্তর, যুগভেরী, সিলেট প্রতিদিন টুয়েন্টিফোর ডটকম), রোহেল উদ্দিন (গণকন্ঠ, কেটিভি), শুকরান আহমদ রানা (সকালের সময়, সিলটিভি ডটকম) এবং বদরুল ইসলাম মহসিন (এটিএন বাংলা ইউকে, রাজনীতি, জৈন্তাবার্তা)।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি