সব
সিলেটের বিশ্বনাথে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২২-২৩ অর্থবছরের বোরো ধান (উফশী) চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ বীজ বিরতরণের উদ্বোধন করা হয়।
এসময় উপজেলার ৮টি ইউনিয়নের ৫ হাজার ৮০০শ কৃষকদের মাঝে হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের বোরো ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এরমধ্যে ৩ হাজার ৭০০শ কৃষক ২ কেজি করে হাইব্রিড ও ২হাজার ১০০শ উচ্চ ফলনশীল জাতের বোরো ধানের বীজ ও সার পাবেন। প্রত্যেক কৃষককে ৫ কেজি উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।
কৃষি অফিস জানায়, এ মৌসুমে বিশ্বনাথ উপজেলায় সরিষা, ভূট্টা ও বোরো ধান সহ অনান্য রবি ফসলের আবাদ বৃদ্ধি পাবে। বিশেষ করে সরিষা ফসলের আবাদ বৃদ্ধিতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এরআগে ১৭ নভেম্বর কৃষি প্রণোদনায় ৭ টি রবি ফসলের আওতায় ২ হাজার ১৪০জন কৃষককে এক বিঘা জমির জন্য সরিষা, ভূট্টা, গম, সূর্যমুখী, মুগডাল, মসূরডাল, পেঁয়াজের বীজ ও সার বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি