বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের স্বাগত মিছিল

বিশ্বনাথ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২১, ১২:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের নবগঠিত আহবায়ক কমিটির বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পৌর শহরের নতুন বাজারস্থ জনতা ব্যাংকের সামন থেকে এ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রবাসী চত্বরে এক পথসভায় মিলিত হয়।

মিছিল পরবর্তী পথসভায় সভাপতিত্ব করেন, নবগঠিত কমিটির আহবায়ক আব্দুল জলিল জালাল। পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা এসএম নুনু মিয়া।

এর আগে বিকেল সাড়ে ৩টায় পৌর আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। নবগঠিত পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে স্ব-স্ব ব্যানার সহকারে খন্ড খন্ড মিছিল এসে যোগ হয়। এসময় বাদ্যযন্ত্রের তালে তালে জয়বাংলা স্লোগানে বিশ্বনাথ পৌর শহর মুখরিত করে তুলে সহাস্্রাধিক নেতাকর্মিরা ।

পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহানের শুভেচ্ছা বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী। মিছিলে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি