সব
প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ সবচেয়ে বেশি দরিদ্র জনগোষ্ঠী বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই এবার সেই সব শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে ভিন্নভাবে মাস ব্যাপী শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে যখন পুরো বিশ্বের মানুষ ঘর থেকে বের হতে পারেনি।তখনও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল এই সংগঠনটি।বরাবরই মতো ব্যাতিক্রমী উদ্যোগ নিয়ে এবার মাস ব্যাপী সিলেটের বিশ্বনাথে শীতবস্ত্র বিতরণ করে বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন।
সংগঠনের প্রত্যেক সদস্যরা তাদের নিজ এলাকা বা পরিচিত হতদরিদ্র মানুষের হাতে তুলে দেন শীতের উপহার। গত বছরের ৩০ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত চলে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ।সেখানে গ্রামের হতদরিদ্র থেকে পৌর শহরের দুই শতাধিক পথশিশুদের মাঝে সেগুলো বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে উদ্বোধন করেছিলেন সিলেট-২ (বিশ্বনাথ- ওসমানীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।
এব্যাপারে বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম বলেন,বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন বরাবরই ব্যাতিক্রম কিছু করার চেষ্টা করি। এ বছর দীর্ঘ মাস ব্যাপী অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রত্যেক সদস্যদের মাধ্যমে তাদের নিজ এলাকার অসহায় মানুষদের শীতবস্ত্র দেওয়া হয়। কঠিন এই মূহুর্তে আমাদের প্রত্যেকের উচিত অসহায় মানুষদের পাশে দাঁড়ানো।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি