সব
সিলেটের বিশ্বনাথে নিখোঁজের ৩ দিন পর আলকাছ উল্লা (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দেওকলস ইউনিয়নে আমিরদী নদী থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়- উপজেলার দেওকলস ইউনিয়নের নয়া সৎপুর গ্রামের মৃত রাহাত উল্লার ছেলে আলকাছ উল্লা বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন। শনিবার বিকেলে ভিক্ষুক আলকাছ উল্লার মরদেহ উপজেলার নয়া সৎপুর গ্রামের সুরমান মিয়ার বাড়ির পাশে আমিরদী নদীতে ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে সেখানে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। অর্ধগলিত লাশটির গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম মুসা বলেন, লাশটি উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি