বিশ্বনাথে ‘স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ফুটবল টুর্ণামেন্ট’ ১২ ফেব্রুয়ারী উদ্বোধন

বিশ্বনাথ প্রতিনিধি ;
  • প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২১, ৩:৩৮ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

উপজেলার হীরামন সমাজ-কল্যাণ স্পোর্টিং ক্লাব আয়োজিত ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী-২০২১ইং উপলক্ষে এ ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের ক্রীড়ামোদী ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

সুষ্ট, সুন্দর ও শান্তিপূর্নভাবে টুর্নামেন্ট পরিচালনার জন্য স্থানীয় প্রশাসন, এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক, ক্রীড়ানুরাগীসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মকদ্দছ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সুমন।

টুর্ণামেন্টের ১ম পুরস্কার একটি পালসার মোটর সাইকেল (দাতা : যুক্তরাজ্য প্রবাসী মো. সেবুল মিয়া ও জুবের আহমদ খান) ও ২য় পুরস্কার থাকবে একটি ৪০ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি স্যামসং (দাতা : সাবেক ফুটবলার আব্দুল আজিজ সুমন ও ফ্রান্স প্রবাসী মো. ছাইম উদ্দিন)। প্রতি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ প্রাইজমানি প্রদান করবেন যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম শাহ। উদ্বোধনী ম্যাচে একটি ২১ ইঞ্চি এলইডি টিভি প্রদান করবেন তৈয়বুল ইসলাম জাকির। টুর্ণামেন্টের শুভেচ্ছা ফি নির্ধারণ করা হয়েছে ২৫’শ টাকা।

যোগাযোগ : বিশ্বনাথ রামপাশা রোড নতুন বাজারের শাহজালাল রহ. এন্টারপ্রাইজের পরিচালক আব্দুল জলিল জালাল (০১৭১১-৪৮৫৭৫১), শারমিন জুয়েলার্সের পরিচালনক সুমন আহমদ (০১৭১২-৩৩১৭৯৪), ফুটবলার আব্দুর রব (০১৭৬৪২২৫২১০), শাহ আমির উদ্দিন (০১৭১২৬৮৩২৩৫) ওয়াসিম উদ্দিন (০১৭২৯১৬৭৯২৯)’র সাথে যোগাযোগ করে টিম এন্টি করা যাবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি