সব
‘বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ের উন্নয়ন’ প্রতিপাদ্যকে নিয়ে সিলেটের বিশ্বনাথে জাতীয় সমবায় দিবস পালন করেছে উপজেলা প্রশাসন। প্রতিবছর নভেম্বর মাসের শেষ শনিবার দিবসটি দিনব্যপী উদযাপন করা হয়।
৫০তম দিবসটি উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা বিআরডিবি মিলনায়তনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, সমবায়ের মাধ্যমে মানুষকে একত্রিকরণ করে সুসংগঠিত করে তুলতে হবে। আর সমবায়ই পারে মানুষকে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যেতে। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করতে এবং সমবায় আন্দোলনে আরো গতিশীলতা আনতে হবে। আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে সমাজের উন্নয়নে কাজ করতে হবে। তবেই সোনারবাংলা গঠনে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশের সভাপতিত্বে সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা কৃষ্ণা রাণী তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আফিয়া বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী।
সমবায় অফিসের কর্মচারী বোরহান উদ্দিনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন মাহতাবপুর মৎস্য আড়ৎদার ক্ষুদ্র বহুমুখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক সামসুল হক মোল্লা।
এরআগে অনুষ্ঠানের শুরুতেই পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদের মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে শেষ হয়। এসময় ব্যানার সহকারে র্যালিতে অংশ নেয় সোনার বাংলা ক্ষুদ্র বহুমুখি সমবায় সমিতি, ভাই ভাই ক্ষুদ্র বহুমুখি সমবায় সমিতি, গরীব দুঃখি ক্ষুদ্র বহুমুখি সমবায় সমিতি, মাহতাবপুর মৎস্য আড়ৎদার ক্ষুদ্র বহুমুখি সমবায় সমিতিসহ বেশ কয়েকটি সংগঠন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি