বিশ্বনাথে শেখ কামালের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন

বিশ্বনাথ প্রতিনিধি;
  • প্রকাশিত: ৫ আগস্ট ২০২০, ১:২০ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের বিশ্বনাথে শেখ কামালের ৭২তম জন্মদিন পালন করা হয়েছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে। দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে ওষধী বৃক্ষরোপন করা হয়।
এতে বৃক্ষরোপনে অংম নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা নির্বাহী অফিসার বর্নালী পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা সঞ্জিত চন্দ্র দাশ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক কামাল মুন্না, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু প্রমুখ।
এসময় উপজেলার খাজাঞ্চী যুব কল্যাণ সমিতির মাধ্যমে ফলজ-বনজ ওষধীসহ বিভিন্ন জাতের ৫০টি বৃক্ষরোপন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ই অগাস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে শেখ কামালসহ স্ব-পবিারের নিতহ হন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি