সব
সিলেটের লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামে ‘মির্জারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প ৭জুলাই, বৃহস্পতিবার দিনব্যাপী এই সেবা কার্যক্রমের উদ্বোধন সম্পন্ন করা হয়েছে। গ্রামের ৫শতাধিকের বেশী বন্যায় দূর্গত অসহায় মানুষকে ফ্রি চিকিৎসাসেবা দান করে ব্যবস্থাপত্র ও মূল্যবান ঔষুধ দেয়া হয়েছে।
“ডা: শায়ান রশীদ চৌধুরী”র উদ্যোগে “বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল” ও “দৈনিক উত্তরপূর্ব পত্রিকার নির্বাহী সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, ডা: সাফওয়ান মুনতাকিম চৌধুরী, ডা: তাওসিফ আহমদ সাজিদ ও ডা: ফিরোজ আহমদের সহযোগীতায় বন্যা দূর্গত মানুষের চিকিৎস্বার্থে ফ্রি মেডিক্যাল ক্যাম্প বসানো হয়।
এসময় ক্যাম্পে সেবা নিতে আসা একই গ্রামের মনতাজুন নেছা জানান, আমার পরিবার অস্বচ্ছল বহুদিন যাবৎ ডাক্তার দেখাতে পারছিনাহ। ঘরে খাবার থাকে নাহ। ডাক্তার দেখাবো কেমনে?! স্বামীহীন ৬সদস্যের পরিবারের অবিবাবক তিনিই। আজ গ্রামের মসজিদের মাইকিং শুনে সেবা নিতে দ্রুত চলে আসলাম। তিনি আরো জানান, এমন অবহেলিত গ্রামে ফ্রি চিকিৎসা ফ্রি ঔষধ পাবো প্রথমে বিশ্বাস করিনি। আল্লাহ আপনাদের সবাইকে যেনো ভালো রাখেন। এসময় ক্লাস রুমে ও বাড়ানন্দায় সেবা নিতে আসা মানুষের উপছে পড়া ভীড় লাগে। সেই ভীড় সমাল দিতে বিভিন্ন গ্রামের ১৫জন স্বেচ্চাসেবীকে কাজ করতে দেখা যায়।
এতে উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার আফজল হেসেন, ফার্মাসিস্ট চপল পুরকায়স্থ, অয়ন পুরকায়স্থ, স্বেচ্চাসেবী জাকারিয়া, রুম্মান, সুজন, আজির, সজল, ফরহাদ, মোহাম্মদ, সোয়াইবুর, রুবেল ও শাকিল সহ গ্রামের স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি