বিশ্বনাথে মাদক ব্যবসায়ী ফকির ও শাহজাহান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ৯:৫৫ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট-সুনামগঞ্জ থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গোয়েন্দা পুলিশের দক্ষিণ জোনের একটি দল এ অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, বিশ্বনাথের সোনাপুর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে আব্দুল মালেক ওরফে ফকির মালেক (৩৫) ও সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন বিনোদনপুর গ্রামের মৃত সুজন আলীর ছেলে শাহজাহান মিয়া (২৫)।

এ ঘটনায় বিশ্বনাথ থানায় মাদক আইনে গোয়েন্দা শাখার এসআই কল্লোল গোস্বামী বাদী হয়ে মাদক আইনে মামলা দায়েল করেন। এই অভিযানের নেতৃত্বদেন গোয়েন্দা পুলিশের দক্ষিণ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা অশীষ কুমার মৈত্র।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফর রহমান। তিনি জানান, মাদক বিরোধী অভিযান পুলিশের সবসময় অব্যাহত আছে। সেই সাথে জেলা গোয়েন্দা পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি