বিশ্বনাথে ব্রিটিশ বাংলা এসোসিয়েশন ইউকের শীতবস্ত্র বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি ;
  • প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৩ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

‘এসো শিকড়ের টানে ঐক্য হই, এসো জনকল্যাণে এগিয়ে যাই’ শ্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে ‘ব্রিটিশ বাংলা এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার কালিগঞ্জ বাজারের জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে কালিগঞ্জ এলাকার ১৮০জন দরিদ্রদের মধ্যে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ও বিশ^নাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া। বক্তব্যে তিনি বলেন, প্রবাসীরা আমাদের প্রাণ। কারণ প্রবাসীরা যে কোন দূর্যোগে আমাদের পাশে থেকে সহযোগীতা করে থাকেন। এরই ধারাবাহিকতায় করোনা মহামারীতে ঘরবন্ধি থেকেও আমাদের প্রবাসীরা ‘ব্রিটিশ বাংলা এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে আর্ত-মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন।

এর আগে লন্ডন থেকে অনলাইনে ভিডিং কনফারেন্সে যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ‘ব্রিটিশ বাংলা এসোসিয়েশন ইউকে’র সভাপতি বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম।

এসময় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশীদের সমন্বয়ে আর্ত-মানবতার সেবায় প্রতিষ্ঠিত ‘ব্রিটিশ বাংলা এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বিশ্বনাথ পৌরসভার কালিঞ্জ বাজারসহ পার্শ্ববর্তী ইউনিয়নের ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

জনকল্যাণ উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও ব্যাবসায়ী নিশিকান্ত পাল ও ‘ব্রিটিশ বাংলা এসোসিয়েশন ইউকে’র বিশ^নাথ প্রতিনিধি আসাদুল ইসলাম আফিকুলের যৌথ উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, কালিগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মুমিন মেম্বার ও সমাজসেবক সিরাজুল ইসলাম সিরাজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশঘর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছুনু মিয়া মেম্বার, ডা: মনির উদ্দিন, শিক্ষানুরাগী ইরন মিয়া, আসাদুল ইসলাম, শিক্ষক জহিরুল ইসলাম, দেলোয়ার হোসাইন লিটন, ফজলু মিয়া, ইসরাক আলী, আব্দুল কাদির, ব্যবাসয়ী শহীদুল ইসলাম, তরুণ সংগঠক জাকারিয়া শিকদার, আসকির আলী, রুমেল আহমদ।

সভা শেষে করোনা মহামারী থেকে প্রবাসীদের সুরক্ষা ও দেশ-বিদেশে অবস্থানরত সকলের মঙ্গল কামনা করে মুনাজাত পরিচালনা করেন কালীগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল হক।

প্রসঙ্গত, সংগঠনের পক্ষ থেকে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার ছিন্নমূল মানুষের মধ্যে সফলভাবে শীতবস্ত্র বিতরনে সহযোগীতা করায় সংশ্লিষ্ট কলকে ধন্যবাদ জানিয়েছেন এসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ-সম্পাদক আলিম খান ও সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসাইন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি