সব
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বিভিন্ন বিদ্যালয়ে ডেস্ক-বেঞ্চ বিতরণ করা হয়েছে। সোমবার (১০ জানুয়ারী) বিকেলে স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র অর্থায়নে ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা সদরের রামসুন্দর সরকারী মডেল হাই স্কুল ও বিশ্বনাথ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ডেস্ক-বেঞ্চ বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম নুনু মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে নুনু মিয়া বলেন, দশ জানুয়ারী ঐতিহাসিক দিবস। ১৯৭২ সালের এই দিনে দীর্ঘ ৯ মাস ১৪ দিন পাকিস্তানের কারাগারে বন্দিজীবন শেষে জাতির পিতা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রত্যাবর্তন করে ছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে নিরলসভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রী নিরলস কাজ করছেন। দেশ আজ উন্নয়নের রুল মডেল। তাই দেশের উন্নয়নকে আরো বেগবান ও তরান্বিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে বিশ্বনাথ রামসুন্দর সরকারী মডেল হাই স্কুল’র প্রধান শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছইফুল হক, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ডা. শিবলী খান।
এসময় বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পাল, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ-সমাজ ক্যলান সম্পাদক আব্দুল মতিন, বিশ্বনাথ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, রামসুন্দর সরকারী মডেল হাই স্কুল’র সহকারী শিক্ষক আব্দুল বারী, উপজেলা যুবলীগের সদস্য শাহ আলম খোকন, তাজুল ইসলাম, দবির মিয়া, জমির আলী, সিজিল মিয়া, উপজেলা পরিষদের সিও গোলাম কিবরিয়াসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি