সব
সিলেটের বিশ্বনাথে প্রাণিজপুষ্টি নিরাপত্তা ও আত্মকর্মসংস্থানে প্রাণিসম্পদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা বিআরডিবি মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে ও আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্প মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের অর্থায়নে এ সেমিনার অুষ্ঠিত হয়। এসময় প্রশিক্ষাণার্থীদেরকে সার্টিফিকেট বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রুস্তুম আলী।
উপজেলা নির্বাহী অফিসার বর্নালী পালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুস শহিদ, উপজেলা কৃষি অফিসার রমজান আলী, সিনিয়র মৎস্য অফিসার শহিদুল ইসলাম ভুইয়া, যুব উন্নয়ন অফিসার মাহবুব আলম সরকার, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক।
সেমিনারে স্বাগত বক্তব্য ও ভিডিও প্রজেক্টরের মাধ্যমে প্রাণিজপুষ্টি নিরাপত্তা ও আত্মকর্মসংস্থানে বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ আব্দুস শহিদ হোসেন। এসময় খামারীদের পক্ষে বক্তব্য রাখেন মোছা. কুলসুমা বেগম, আকবর আলী।
এরআগে গত ৮ ফেব্রুয়ারী প্রাণিজপুষ্টি নিরাপত্তা ও আত্মকর্মসংস্থানে প্রাণিসম্পদের উপর উপজেলার ৮টি ইউনিয়নের ২৫জন খামারীকে প্রশিক্ষণ দেওয়া হয়। বুধবার প্রশিক্ষার্থীদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারন অফিসার ডা. আবুল বাশার জুয়েল।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি