বিশ্বনাথে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী

বিশ্বনাথ প্রতিনিধি ;
  • প্রকাশিত: ৫ জুন ২০২১, ৮:১৪ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

বৃষ্টি উপেক্ষা করে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরের রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয় মাঠে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ।

এরপর বিকেলে সমাপনি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদর্শনীর সমাপ্তি করা হয়।

প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের বাস্তাবায়নে প্রদর্শনীতে ৩০টি স্টলে উপজেলার খামারীগন, এনজিও সংস্থা ও ভেটেনারী ফার্মেসীগুলো অংশ নেয়। বিভিন্ন জাতের ছাগল, ভেঁড়া, গাভী, ষাঁড়, কবুতর প্রদর্শনীতে শোভা পায়। সমাপনি অনুষ্ঠানে খামারিদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন অতিথিরা।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস শহিদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী, সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. কামরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, থানার অফিসার্স ইনচার্জ গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, উপজেলা পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম। খামারীদের পক্ষে বক্তব্য রাখেন আকবর হোসেন।

উপজেলা ভেটেনারী সার্জন ডা. শামীমা সুলতানা ও প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আবুল বাশার জুয়েলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক আব্দুর রহিম ও গীতাপাঠ করেন শাওন চক্রবর্তি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি