বিশ্বনাথে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বিশ্বনাথ প্রতিনিধি ;
  • প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ১:৪০ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে তিন ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট বর্নালী পাল’র নেতৃত্বে উপজেলা সদরের এ অভিযান পরিচালনা করা হয়। এসময় শাহ জালাল ট্রেডার্স থেকে ২ হাজার, শাহ জালাল পোল্ট্রি ফার্ম থেকে ৫ হাজার ও বিসমিল্লাহ হোমিও হল থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ আব্দুস শহিদ হোসেন, বিশ্বনাথ থানার এক পুলিশ কর্মকর্তা।

ভ্রাম্যমান অভিযানের কথা জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট বর্নালী পাল বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের আওয়তায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ভোক্তা অধিকার, মৎস্য খাদ্য ও পশু খাদ্য এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে তাদের কাছ থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি