বিশ্বনাথে ডিবি পুলিশের অভিযান, ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ৯:২৫ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেটের বিশ্বনাথে অভিযান চালিয়ে ২০১০ পিস ইয়াবাসহ ০৩ (তিন) মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর ২ টায় বিশ্বনাথ থানায় অভিযান চালিয়ে আসামিদের দেহ তল্লাশী করে ২০১০ পিস ইয়াবা উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসার সাথে জড়িত আরো কয়েকজন পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পাটুলীগ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মো. বাছির মিয়া (৪৫) ও সুনামগঞ্জ জেলার ছাতক থানার চরের বন্দ গ্রামের মৃত হাজী ময়না মিয়ার ছেলে মো. মামুন মিয়া (৪০) এবং একই এলাকার মন্ডলীভোগ গ্রামের মো. রহমত আলীর ছেলে জিয়াউর রহমান (৩৩)।

গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদেরসহ পলাতক আসামীদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন বলে জানা যায়।

নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি