বিশ্বনাথে আবর্জনার স্তূপ পরিস্কার করবে পৌরসভা

বিশ্বনাথ প্রতিনিধি;
  • প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২২, ৯:৪৪ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেটের বিশ্বনাথ পৌরসভার কলেজ রোডের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে দীর্ঘদিনে পড়ে থাকা ময়লা-আর্বজনার স্তুপসহ বিভিন্ন স্থানের আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন পৌর প্রশাসক নুসরাত জাহান। ইউনিয়ন স্বাস্থ কমপ্লেক্সের পাশের ওই ময়লা-আবর্জনা সরিয়ে নির্ধারিত স্থানে ফেলার নিদের্শন দেন তিনি।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা ওই ময়লা-আবর্জনা ট্রাক দিয়ে নির্ধারিত স্থানে নিয়ে ফেলা হচ্ছে।

জানাগেছে, বিশ্বনাথ পৌর নগরাবাসী দীর্ঘদিন ধরে বিশ্বনাথ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের বিভিন্ন বাসা-বাড়ী থেকে ময়লা ফেলে রাখায়, সময়ে সময়ে এখানে ময়লা-আবর্জনার স্তুপ হয়েছে। এছাড়াও বাসিয়া নদীর পাড়সহ পৌরশহরের বিভিন্ন স্থানে এভাবে ময়লা জমে স্তুপ হয়ে আছে।

যার দরুন এই আবর্জনার দুর্গন্ধে এলাকার জনজীবন অতিষ্ট হয়ে ওঠে। তাছাড়া নানাবিধ রোগের সংক্রমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পৌরবাসী দীর্ঘদিন এই ময়লা-আবর্জনার স্তুপ সরিয়ে অন্যত্র নেওয়ার দাবী জানিয়ে আসছিলেন। সেই দাবীর প্রেক্ষিতে মঙ্গলবার পৌর প্রশাসন এই আবর্জনার স্তুপ নিরসনে কাজ করছে।

আবর্জনা দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসরাত জাহান বলেন, প্রত্যেকের বাসার সামনে একটি করে ডাসবিন রাখলে এক জাগয়ায় এতো আবর্জনা জমা হতো না। পৌরনগরবাসীদেরকে আরো সচেতন হতে হবে। তাদের নির্ধারিত ডাসবিনে ময়লা রাখলে সেটি আমরা সময় মতো সরিয়ে নিতে পারব।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি